এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৫, ১২:০৪ পিএম
গাজার মাটিতে এখন শুধুই রক্তের হোলিখেলা চলছে। জাতিসংঘের তথ্য বলছে, ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু! আল-আকসা হাসপাতালে গেলে এর ভয়াবহতা নিজ চোখে দেখা যায় - অ্যাম্বুলেন্সে করে প্রতিদিন যারা আনা হয়, তাদের প্রায় সবাই নারী ও শিশু।
হাসপাতালের করিডরে এক পা রাখলেই চোখে পড়বে অসহায় ফিলিস্তিনি শিশুদের করুণ চিত্র। কেউ হারিয়েছে হাত, কেউ পা, কেউবা চোখের আলো। কিন্তু চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। প্রতিমুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এসব শিশু ও নারী।
কিন্তু কেন এত শিশু ও নারী নিহত হচ্ছে? কারণ ইসরায়েলি বাহিনী সচেতনভাবে বাসস্থান ও আশ্রয় শিবিরগুলোকে টার্গেট করছে! যেখানে মানুষ সামান্য নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছে, সেখানেই পড়ছে বোমা।
এই নৃশংসতা নতুন কিছু নয়। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই স্কুল, UNRWA শেল্টার, জনবহুল স্থান - সবই ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় কি শুধু প্রতিবেদন লিখেই দায়িত্ব শেষ করবে? নাকি এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে?
#গাজা_গণহত্যা #ফিলিস্তিনি_শিশু #ইসরায়েলি_অপরাধ #মানবিক_সংকট #জাতিসংঘ_নিরব