ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২
Logo
logo

গোসলের পানি ব্যবহারের ওপর ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ পিএম

গোসলের পানি ব্যবহারের ওপর ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা গোসলের পানি ব্যবহারের ওপর পূর্ববর্তী প্রশাসনের বিধিনিষেধ বাতিল করে দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেনের সময়ে গৃহস্থালী কাজে পানি অপচয় রোধ করতে যে সীমারেখা নির্ধারণ করা হয়েছিল, সেটি পুনর্বহাল করা হয়েছিল, কিন্তু ট্রাম্প সেই নিয়মগুলো বাতিল করে নতুন একটি আদেশ জারি করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প এই নতুন আদেশকে 'মেক শাওয়ার গ্রেট এগেইন' নামকরণ করেছেন। শুক্রবার, প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে এই নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেন, “আমি শাওয়ার নিতে পছন্দ করি, আমার সুন্দর চুলের যত্ন নিতে আমি ভালোবাসি। কিন্তু যখন আমি শাওয়ারের নিচে দাঁড়াই, পানি একেবারে টপটপ করে পড়ে এবং আমার চুল ভিজতে ১৫ মিনিট লাগে। এটি হাস্যকর।”

২০০৯ সালে বারাক ওবামা প্রশাসন পানির অপচয় রোধে গৃহস্থালী কাজে পানি ব্যবহারের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছিলেন। ওই সময় পানির প্রবাহের গতি সীমিত করা হয়েছিল যাতে পানি অপচয় না হয়। এরপর ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প এই বিধিনিষেধ বাতিল করেন, তবে ২০২০ সালে জো বাইডেন পুনরায় ওই আইনটি পুনর্বহাল করেছিলেন। এবার, ট্রাম্প আবার সেই আদেশ বাতিল করে দিয়েছেন।

এই নতুন সিদ্ধান্তটি ট্রাম্পের পরিবেশগত নীতির প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি এবং পানি ব্যবহারের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।