ঢাকা, রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Logo
logo

গোবিন্দ সম্পর্কে জড়িয়েছেন তরুণ অভিনেত্রীর সঙ্গে, স্ত্রী সুনীতা যা বললেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ পিএম

গোবিন্দ সম্পর্কে জড়িয়েছেন তরুণ অভিনেত্রীর সঙ্গে, স্ত্রী সুনীতা যা বললেন


বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার গত কয়েক মাস ধরেই বিবাহবিচ্ছেদের আলোচনা-সমালোচনা চলছে। গত বছরের শেষ থেকেই গোবিন্দকে নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায়, গোবিন্দ নাকি অর্ধেক বয়সের মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। পরকীয়ায় বিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই যেন রুদ্রমূর্তি ধারণ করলেন তারকাপত্নী। দিলেন চরম হুঁশিয়ারি।

দাম্পত্যে ইতি টানছেন এ দম্পতি। এর মধ্যেই সুনীতা নিজেও স্বামীর সম্পর্কে নানা মন্তব্য করেছেন। কখনো বলেন, তিনি ছেলেমেয়েদের নিয়ে আলাদা থাকেন, নিজের মতো থাকেন গোবিন্দ। আবার কখনো বলেন, স্বামীকে নিয়ে পরকীয়ার ভয় পান। এমনকি এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা জানান, গোবিন্দর মতো স্বামী তিনি চান না। যার ফলে জোরালো হয় তাদের বিচ্ছেদের জল্পনা।

এবার বিচ্ছেদ কথা উঠতেই যেন রুদ্রমূর্তি ধারণ করলেন সুনীতা আহুজা। বললেন, ৬০ বছরে পা দিয়েছে গোবিন্দ। প্রায় অর্ধক বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে। সে কারণে তাদের সংসারে অশান্তি। 

সুনীতার সঙ্গে এক ছাদের নিচেও থাকেন না অভিনেতা। তার আগে গুলিবিদ্ধ হন গোবিন্দ, অসুস্থ হয়ে পড়েন রাজনীতির প্রচারে বেরিয়ে। তবে এবার সুনীতা বলেন, কিছু মানুষ রাস্তার কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। গোবিন্দপত্নী বলেন, আমি অথবা গোবিন্দ বিচ্ছেদ নিয়ে কোনো কথা না বলা অবধি কিছু বিশ্বাস করবেন না।

গত অক্টোবরে নিজের বাড়িতেই পায়ে গুলি লেগে গুরুতর জখম হন অভিনেতা-রাজনীতিবিদ। নিজের রিভলভারের গুলিতে জখম হয়েছিলেন তিনি। সেই সময় অভিনেত্রী শিল্পা শেঠি হাসতে হাসতে প্রশ্ন তুলেছিলেন— সুনীতাই কি রাগের মাথায় পায়ে গুলি করেছেন? সঙ্গে সঙ্গে বাকিদের মনে সন্দেহ জেগেছিল, তাহলে কি গোবিন্দ-সুনীতা ভালো নেই? এ ঘটনা কি তারই আভাস? 

অভিনেতা অবশ্য বিষয়টি দ্রুত ধামাচাপা দিয়ে জানিয়েছিলেন, সুনীতা সেই সময় বাড়িতে ছিল না। মন্দিরে গিয়েছিল পূজা দিতে। এভাবেই নানা প্রশ্ন— চর্চার কারণে যখনই বিষয়টি জটিল থেকে জটিলতর, তখনই মুখ খুললেন সুনীতা।