ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

রাতে রাজস্থানের মুখোমুখি কলকাতা নাইটরাইডার্স 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ০৯:০৪ পিএম

রাতে রাজস্থানের মুখোমুখি কলকাতা নাইটরাইডার্স 

রাতে রাজস্থানের মুখোমুখি কলকাতা নাইটরাইডার্স 

রাজস্থান যেখানে গত ম্যাচে গুজরাট টাইটানসের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কেকেআর পরপর দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। যে কারণে জয়ের ধারায় ফিরতে মরিয়া দু’দলই। বাংলাদেশ  সময় রাত ৮টায় দুই দল মুখোম,ুখি হবে। টাইটান্সের বিপক্ষে বোলিং বিভাগে ট্রেন্ট বোল্টকে বেশ মিস করেছে রাজস্থান। প্রথমে উইকেট নিয়ে টাইটান্সকে চাপে ফেললেও, ১৯২ রান তুলে ফেলে তারা।

যদিও চোট সেরে গেছে বোল্টের। অনুশীলনে বোলিংও করেছেন তিনি। এই ম্যাচে তার ফিরে আসা প্রায় নিশ্চিত। এক্ষেত্রে সম্ভবত জিমি নিশাম বা রাশি ফন ডার ডুসেনকে বাইরে বসতে হবে। ডুসেন বাইরে বসলে দলের ব্যাটিং বেশ দুর্বল হয়ে পড়বে। এ কারণে এখনও পর্যন্ত আহামরি কোনো পারফর্ম না করলেও, তার দলে থাকার সম্ভাবনা রয়েছে। 

তবে রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা নিয়ে একটা প্রশ্ন থাকছেই। ব্যাট হাতে একাধিক জায়গায় নামলেও, অশ্বিন বল হাতে মাত্র এক উইকেটই নিয়েছেন। কতদিন তার উপর ভরসা রাখবে রয়্যালস ম্যানেজমেন্ট, সেটাই দেখার। তবে দুই দলই ডেথ বোলিংয়ে বেশ ভুগেছে। এক্ষেত্রে একেবারে সমান চরিত্র তাদের। দুই দলেরই বোলিং বেশ শক্তিশালী