ঢাকা, বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৬, হুথিদের পাল্টা হুমকি!


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৬, হুথিদের পাল্টা হুমকি!

ইয়েমেনের সানা প্রদেশে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৬ জন নিহত ও এক ডজনের বেশি আহত হয়েছে। হুথি-সমর্থিত আল-মাসিরা টিভি এই খবর দিয়েছে, যেখানে আরও জানানো হয়—উত্তর ইয়েমেনের খাব ও আল-জাওফ এলাকায় দুইটি অতিরিক্ত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, রোববার সন্ধ্যায় হুথিদের এক বিবৃতিতে দাবি করা হয়, হাজ্জাহ গভর্নরেটের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। তবে এখনো এই দাবির সত্যতা যাচাই করেনি যুক্তরাষ্ট্র।

গাজা যুদ্ধের সমর্থনে হুথিরা গত অক্টোবর থেকে লাল সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মার্কিন নৌবাহিনী ও ইসরাইলের বিরুদ্ধে তাদের এই অভিযান চলমান থাকলেও, জানুয়ারিতে অস্থায়ী যুদ্ধবিরতির সময় সাময়িকভাবে থামানো হয়েছিল। কিন্তু ইসরাইল গাজায় হামলা আবারও বাড়ালে, হুথিরাও তাদের হামলা তীব্র করেছে!

"আমরা ইসরাইলি বন্দর শহর আশদোড ও তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি!" – রোববার হুথিদের এমন দাবির পর জেরুজালেমে সাইরেন বেজে উঠে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্রটি বাধা দিতে সক্ষম হয়েছে।

মার্চের শুরু থেকে ইয়েমেনে প্রায় প্রতিদিনই মার্কিন বিমান হামলা চলছে। গত ১৫ মার্চ থেকে হুথিদের জাহাজ হামলা বন্ধ করতে অভিযান চালাচ্ছে ওয়াশিংটন। কিন্তু এর ফলে সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছে—পরিবার উজাড় হচ্ছে, সেনা ঘাঁটি ধ্বংস হচ্ছে, অসংখ্য প্রাণ ঝড়ে পড়ছে।

হুথি নেতারা বারবার জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে তারা তাদের সামরিক অভিযান বন্ধ করবে। কিন্তু ইসরাইলি আগ্রাসন চলমান থাকায়, লাল সাগরে তাদের হামলাও থামছে না। প্রশ্ন হলো—এই সংঘাত কবে শেষ হবে? নাকি আরও ভয়াবহ রূপ নেবে? খবর আলজাজিরার

#ইয়েমেন_হামলা #হুথি_বনাম_মার্কিন #গাজা_যুদ্ধ #লালসাগর_সংকট #মধ্যপ্রাচ্য_সংঘাত