ঢাকা, বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরাইলি সেটেলারদের হামলায় পশ্চিম তীরে উত্তেজনা! শতাধিক বসতিগ্রস্ত ফিলিস্তিনি জমি দখল করলো


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

ইসরাইলি সেটেলারদের হামলায় পশ্চিম তীরে উত্তেজনা! শতাধিক বসতিগ্রস্ত ফিলিস্তিনি জমি দখল করলো

পশ্চিম তীরে উত্তপ্ত পরিস্থিতি! শতাধিক ইসরাইলি সেটেলার সশস্ত্র সেনাদের সুরক্ষায় ফিলিস্তিনিদের জমিতে জোরপূর্বক প্রবেশ করেছে। আল জাজিরা আরবির প্রতিবেদন অনুযায়ী, উত্তর পশ্চিম তীরের সেবাস্তিয়া প্রত্নতাত্ত্বিক স্থানে এই অবৈধ অনুপ্রবেশ ঘটেছে। এর আগে ইসরাইলি বাহিনী নাবলুসের কাছে কমপক্ষে দুই ফিলিস্তিনিকে গ্রেফতারের খবর পাওয়া গিয়েছিল।

"আল-বুরজ ও মাসাফের ইয়াত্তা গ্রামে ফিলিস্তিনি রাখালদের তাড়া করে জমি সমতল করেছে ইসরাইলি সেনা ও সেটেলাররা!" – হেবরনের দক্ষিণে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। এদিকে, বেথলেহেমের সলোমান'স পুলস টুরিস্ট স্পটে ইসরাইলি সেনাদের সহায়তায় সেটেলাররা প্রবেশ করে তালমুদিক রীতিনীতি পালন করতে গিয়ে রাস্তা অবরুদ্ধ করে ফেলে!

ওয়াফা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, জর্ডান ভ্যালির উত্তরাঞ্চলে একটি আবাসিক এলাকায় অনুপ্রবেশ করে সেটেলাররা গবাদি পশু চুরির চেষ্টাও চালিয়েছে। ফিলিস্তিনি পরিবারগুলোর উপর এই আক্রমণ ক্রমাগত বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না!

গত কয়েক মাসে পশ্চিম তীরে ইসরাইলি সেটেলারদের হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ফিলিস্তিনি ভূমি দখল, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ফসল নষ্ট করার মতো ঘটনা প্রায়ই ঘটছে। স্থানীয়রা জানান, "ইসরাইলি সেনারা সেটেলারদের সুরক্ষা দিচ্ছে, আর আমরা নির্যাতিত হচ্ছি!"

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বারবার আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানালেও, ইসরাইলি সরকারের সমর্থনপুষ্ট এই সেটেলারদের কার্যকলাপ থামছে না। প্রশ্ন হলো—ফিলিস্তিনিদের উপর এই নির্যাতন কবে শেষ হবে? নাকি আরও ভয়াবহ রূপ নেবে?

#পশ্চিম_তীর_হামলা #ইসরাইলি_সেটেলার #ফিলিস্তিন_অধিকার #ভূমি_দখল #আন্তর্জাতিক_নীরবতা