এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম
হামাসের একজন শীর্ষ নেতা ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি গোষ্ঠীটি সব ইসরাইলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত—শর্ত একটাই, ইসরাইলকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে এবং বন্দী বিনিময় চুক্তি কার্যকর করতে হবে! মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে কায়রোতে চলা আলোচনায় হামাস এই শর্ত দিয়েছে বলে জানা গেছে।
হামাসের মুখপাত্র তাহের আল-নুনু এএফপিকে বলেছেন, "আমরা সব ইসরাইলি বন্দী মুক্তি দিতে রাজি, যদি ইসরাইল সৈন্য প্রত্যাহার করে, যুদ্ধ বন্ধ করে এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়।" তবে তিনি ইসরাইলকে আলোচনায় বাধা দানের অভিযোগ করে বলেন, "ইসরাইল তার প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই আমরা নিশ্চয়তা চাই যে ইসরাইল চুক্তি মানবে।"
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, হামাসের কাছে নতুন একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এই চুক্তি অনুযায়ী, হামাস ১০ জন জীবিত বন্দী মুক্তি দেবে, আর যুক্তরাষ্ট্র নিশ্চয়তা দেবে যে ইসরাইল দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনায় বসবে। গত জানুয়ারিতে প্রথম দফার যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু ইসরাইল বারবার তা ভঙ্গ করে পুনরায় হামলা শুরু করে।
ইসরাইলি বিরোধী নেতা, সাবেক সেনা কর্মকর্তা এবং বন্দীদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এমনকি নেতানিয়াহুর মন্ত্রিসভার কয়েকজন সদস্য গাজা থেকে ফিলিস্তিনিদের 'স্বেচ্ছায় স্থানান্তর'-এর প্রস্তাব দিয়েছেন, যা মানবাধিকার সংগঠনগুলো 'জাতিগত নির্মূলেরই নামান্তর' বলে উল্লেখ করেছে।
এখন সবাই অপেক্ষা করছে—আলোচনা কি সফল হবে? নাকি গাজায় আরও রক্তপাত হবে? খবর আলজাজিরার
#হামাস #গাজা_যুদ্ধ #ইসরাইলি_বন্দী #ফিলিস্তিন #যুদ্ধবিরতি