ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরাইলের ভয়াবহ হামলা: গাজায় ৩৫ টার্গেটে বিধ্বংসী আক্রমণ!


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

ইসরাইলের ভয়াবহ হামলা: গাজায় ৩৫ টার্গেটে বিধ্বংসী আক্রমণ!

গাজায় ইসরাইলি সেনাবাহিনীর নৃশংস হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা গাজার বিভিন্ন স্থানে ৩৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইসরাইলি সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে হামাসের রকেট উৎক্ষেপণ স্থান ও অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সাথে সমন্বয় করে রাফাহ অঞ্চলে অপারেশন চালাচ্ছে। গত একদিনে তারা হামাসের ব্যবহার করা একটি সুড়ঙ্গ ধ্বংস করেছে বলে দাবি করেছে তারা। এছাড়া উত্তর গাজার একটি এলাকায় "সন্ত্রাসীদের ঘাঁটি" লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে, যদিও এ ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ইসরাইলি সেনাবাহিনী আরও দাবি করেছে, মধ্য গাজার একটি অস্ত্র তৈরির কারখানাও তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, এই হামলায় বেসামরিক স্থাপনা ও নিরীহ বেসামরিক নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত কয়েক মাস ধরে গাজায় ইসরাইলি হামলার তীব্রতা ক্রমাগত বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা ও যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরাইল তাদের সামরিক অভিযান জোরেশোরে চালিয়ে যাচ্ছে। হামাসের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া সত্ত্বেও ইসরাইলি সরকার আলোচনার টেবিলে বসতে রাজি হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যেই সতর্ক করেছে যে গাজায় চলমান এই হামলা মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে গাজায় হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এখন সবাই অপেক্ষা করছে - এই রক্তক্ষয়ী সংঘাত কবে শেষ হবে? নাকি আরও ভয়াবহ রূপ নেবে? খবর আলজাজিরার

#গাজা_হামলা #ইসরাইলি_সেনা #হামাস #ফিলিস্তিন_সংকট #মানবিক_বিপর্যয়