ঢাকা, বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় ইসরাইলি বর্বরতা: আকাশ-জমিনে ভয়াবহ হামলা তীব্রতর!


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

গাজায় ইসরাইলি বর্বরতা: আকাশ-জমিনে ভয়াবহ হামলা তীব্রতর!

গাজায় ইসরাইলি সেনাবাহিনীর নৃশংস হামলা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আকাশপথে বিমান হামলা আর ভূমিতে সেনা অভিযান - দুই ফ্রন্টেই চলছে নির্বিচারে আক্রমণ। গত কয়েক ঘণ্টায় গাজা সিটির তুফফাহ এলাকায় বাধ্যতামূলক খালি করার আদেশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে তিন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনেক বেসামরিক নাগরিক এলাকা ছাড়তে বাধ্য হলেও, অনেকে রয়ে গেছেন - কারণ তাদের বিশ্বাস, গাজায় এখন নিরাপদ কোনো জায়গাই নেই!

উত্তর গাজার আল-আহলি হাসপাতালের কিছু অংশ ধ্বংস হওয়ায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। গাজা সিটিতে এখন আতঙ্কের মাত্রা চরমে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ইসরাইলি ড্রোনগুলো নিচু উচ্চতায় গাজার আকাশে ঘুরে বেড়াচ্ছে, যা তাদের মানসিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।

এর মধ্যেই দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এই এলাকাকে ইসরাইলি সেনাবাহিনী "মানবিক অঞ্চল" হিসেবে ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই নিরাপদ অঞ্চলেও হামলা চালিয়ে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিস্তিনিরা এখন ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। ইসরাইলি ভূমি অভিযান যত বাড়ছে, তাদের দুর্ভোগ ততই বেড়ে চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা উপেক্ষা করে ইসরাইল তাদের সামরিক অভিযান জোরেশোরে চালিয়ে যাচ্ছে। গাজার সাধারণ মানুষ জানতে চায় - এই নৃশংস হত্যাযজ্ঞ কবে থামবে? কবে তারা শান্তির মুখ দেখবে? খবর আলজাজিরার

#গাজা_হামলা #ইসরাইলি_বর্বরতা #ফিলিস্তিনি_নির্যাতন #মানবিক_সংকট #গাজার_মুক্তি