এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম
প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগে গাজী গ্রুপের বিরুদ্ধে শেখ জামালের জয়
ভারতীয় ক্রিকেটার পারভেজ রাসুলের অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সহজ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপের বিপক্ষে ৭২ রান জয় পায় শেখ জামাল।
ঢাকার প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের অর্ধশতকে ভর করে ৫ উইকেটে ২৭১ রান করে শেখ জামাল। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৯ রানে অলআউট হয়ে যায় আকবর আলীর গাজী গ্রুপ।
সকালে শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও রবিউল ইসলাম রবির ব্যাটে দারুণ সূচনা পায় শেখ জামাল। ওপেনিংয়ে ৭৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। সাইফ ২৫ রান করে ফিরলে ভাঙে জুটিটি। এরপর ফিফটি হাঁকিয়ে ৫৮ রান করে ফেরেন রবিউলও। তিনে নেমে অধিনায়ক ইমরুল ২৪ রানের বেশি করতে পারেনি।
তবে চতুর্থ উইকেটে ১৪১ রানের বড় জুটি গড়েন সোহান ও পারভেজ। ইনিংসের শেষ ওভারে ফেরার আগে দুইজনে ফিফটি হাঁকিয়ে সত্তরের ঘরে পৌঁছান। সোহান ৭২ বলে ৬ চার ও ১ ছয়ে করেন ৭৩ রান। সমান রান করেন পারভেজও। তবে ৭৩ রান করতে ৬৪ বলে ৭ চার ও ২ ছয় হাঁকান এই ভারতীয় রিক্রুট। ২৭২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৯৯ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ। ব্যাট ও বল হাতে দ্যুতি ছড়ানো পারভেজ রাসুল ম্যাচসেরার পুরষ্কার পান। সম্পাদনা: এল আর বাদল।