ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

সুন্দরবনপাড়ের দরিদ্র মানুষের পাশে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা


এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ পিএম

সুন্দরবনপাড়ের দরিদ্র মানুষের পাশে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা

বাগেরহাটের মোংলার প্রত্যন্ত জয়মনিঘোল এলাকার মানুষদের মুখে হাসি ফুটেছে বাংলাদেশ কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে। গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, যেখানে ২০০ এরও বেশি অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন। আমেরিকার দূতাবাসের একটি মেডিকেল টিমও এই উদ্যোগে সহায়তা করে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূলীয় ও সুন্দরবন সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো কোস্ট গার্ডের একটি নিয়মিত কার্যক্রম। শুধু চিকিৎসাই নয়, এই ক্যাম্পে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে নৌ নিরাপত্তা, বন সংরক্ষণ ও মাদক প্রতিরোধ সম্পর্কেও সচেতনতা তৈরি করা হয়।

মেডিকেল দলের নেতৃত্বে থাকা সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান বলেন, "অনেক রোগীই সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়েও ডাক্তারের কাছে যেতে পারেন না দারিদ্র্যের কারণে। আমাদের এই প্রচেষ্টা তাদের কিছুটা স্বস্তি দেবে।" আমেরিকান দূতাবাসের প্রতিনিধি রায়ান রে এবং টেলর চেজ টিলারও ক্যাম্প পরিদর্শন করে সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

এমন উদ্যোগ শুধু একদিনের সেবা নয়, এটি উপকূলের মানুষের প্রতি কোস্ট গার্ডের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিরই অংশ। তবে স্থানীয়রা চান, এমন স্বাস্থ্য সেবা নিয়মিত হোক, যাতে দূরবর্তী এলাকার মানুষও উপকৃত হতে পারেন।

#কোস্ট_গার্ড #বিনামূল্যে_চিকিৎসা #সুন্দরবন #মোংলা #স্বাস্থ্য_সেবা