এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ পিএম
এ যেন সিনেমার মতো গল্প, কিন্তু বাস্তবের রূঢ়তা অনেক বেশি কষ্টের। মাত্র ২৯ বছর বয়সী কিলমার আব্রেগো গার্সিয়া, যিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকতেন এবং এক মার্কিন নাগরিকের স্বামী—হঠাৎ করেই নিজেকে খুঁজে পান এল সালভাদরের এক কারাগারে। তাঁর অপরাধ? আসলে কোনো অপরাধই না। তাঁকে ট্রাম্প প্রশাসনের তথাকথিত অবৈধ অভিবাসী নির্মূল অভিযানের অংশ হিসেবে ‘ভুল করে’ ফেরত পাঠানো হয়েছে, যার পেছনে ছিলো একটা নিছক প্রশাসনিক ভুল!
গার্সিয়াকে ভুলভাবে ডিপোর্ট করার ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে আলোড়ন তুলেছে। কারণ, এটি শুধু একটি মানবিক ভুল নয়—এটি যুক্তরাষ্ট্রের বিচারিক প্রক্রিয়ার প্রতি অবজ্ঞার উদাহরণ হিসেবেই দেখছে অনেকে। এমনকি একজন বিচারক স্পষ্টভাবে গার্সিয়ার বহিষ্কারের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি।
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন নিজেই এল সালভাদরে গিয়ে গার্সিয়ার সঙ্গে দেখা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমি তাঁর স্ত্রী জেনিফারকে ফোনে কথা বলেছি, তাঁর ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছি। দেশে ফিরে পুরো বিষয়টা শেয়ার করবো।” শুধু রাজনৈতিক ভদ্রতা নয়—এই সফর ছিল একরকম নৈতিক অবস্থান প্রকাশ, যেন বলা, “তোমরা ভুল করেছো, আমরা চোখ বুজে বসে থাকবো না।”
অন্যদিকে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলির দপ্তর অবশ্য বিষয়টিকে হালকা হাস্যরসেই উড়িয়ে দিয়েছে। গার্সিয়া সুস্থ আছে জানিয়ে তাঁকে নিজেদের হেফাজতে রাখার "সম্মান" দিচ্ছে বলেও মন্তব্য করেছে তাঁরা, এমনকি দুই দেশের পতাকা আর করমর্দনের ইমোজিও জুড়ে দিয়েছে। রসিকতা করতেই পারে কেউ কেউ, কিন্তু একজন মানুষের জীবন যখন প্রশ্নবিদ্ধ হয়, সেটা আর কৌতুক নয়—তা হয়ে ওঠে প্রতিবাদের কারণ।
যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত বিস্ময় প্রকাশ করে বলেছে, “সরকার বলছে, তারা কিছুই করতে পারবে না গার্সিয়াকে ফেরত আনার জন্য—এটা রীতিমতো ভয়ংকর!” এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও প্রশ্নের মুখে পড়েন, কিন্তু তাঁর উত্তর ছিল শুধু, “আইনজীবীদের সঙ্গে কথা বলুন, আমি যা বলবে তাই করবো।”
গার্সিয়ার স্ত্রীর হৃদয়বিদারক বক্তব্যে ফুটে উঠেছে অস্থিরতা, অজানা শঙ্কা আর একরাশ আশা—“আমার অনেক প্রশ্ন, অনেক ভয়, কিন্তু আশা হারাইনি এখনো।”
এই ঘটনা আবারো দেখিয়ে দিলো, আইনের বাইরে গেলে মানবতা কেমন ভেঙে পড়ে, আর রাজনৈতিক খেলার গুঁতোয় সাধারণ মানুষ কতটা অসহায় হয়ে পড়ে। খবর আলজাজিরার
#গার্সিয়ারবিচার #যুক্তরাষ্ট্র_নির্বাসন #ভুল_প্রশাসন #মানবাধিকার #রাজনীতিরপাল্টা