এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ পিএম
বিশ্বরাজনীতির মঞ্চে যেন সময় ফুরিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে তাঁর মধ্যস্থতার প্রচেষ্টা আর খুব বেশি দিন চলবে না। শান্তি চুক্তির সম্ভাবনা স্পষ্ট না হলে, কয়েক দিনের মধ্যেই এই উদ্যোগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন তিনি। বিষয়টি শুক্রবার প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেন।
রুবিওর কথার ভেতর থেকে স্পষ্টভাবে উঠে এসেছে হোয়াইট হাউসের ধৈর্যের সীমা প্রায় শেষের পথে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলছেন, তিনি প্রচুর সময়, শক্তি আর কূটনৈতিক পরিশ্রম দিয়েছেন এই ইস্যুতে। কিন্তু এত কিছুর পরেও যদি বাস্তব অগ্রগতি না আসে, তাহলে তাঁর মনোযোগ অন্য গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে।
তবে আশার কথা হলো, কিছুটা হলেও ইতিবাচক সাড়া মিলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তর থেকে জানানো হয়েছে, সম্প্রতি প্যারিসে হওয়া আলোচনা ছিল গঠনমূলক ও ইতিবাচক। আর রুবিও জানালেন, যুক্তরাষ্ট্রের যে শান্তিচুক্তির কাঠামো তৈরি করা হয়েছে, ইউরোপীয় পক্ষ তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
এই আলোচনার মাঝে ট্রাম্প আবারও উল্লেখ করেন, খুব শিগগিরই—সম্ভবত আগামী সপ্তাহেই—যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খনিজসম্পদ বিষয়ক চুক্তি করতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে এরকম একটি চুক্তি ভেস্তে গিয়েছিলো, কারণ সেসময় ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। এখন সেই অবস্থা কাটিয়ে আবার নতুন করে আলোচনা জমে উঠেছে।
রুবিও বলেন, এই চুক্তিতে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টিও এসেছে, তবে বিস্তারিত কিছু বলেননি। তাঁর ভাষায়, নিরাপত্তা নিশ্চয়তা এমন একটা বিষয় যেটা হয়তো সবাইকে মেনে নেওয়ার মতো করে ঠিক করা সম্ভব। কিন্তু আরও বড় বড় চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে—যেগুলো এই অল্প সময়ের মধ্যে সমাধান সম্ভব কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
সবচেয়ে বড় কথা, কেউই বলছেন না যে এই চুক্তি ১২ ঘণ্টার মধ্যে সেরে ফেলা যাবে। কিন্তু এখন দেখতে হবে, পক্ষগুলোর মধ্যে পার্থক্য কতটা, আর সেই ব্যবধান কমানো সম্ভব কিনা।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতি আর উত্তেজনায় থাকা বিশ্বজনমত তাকিয়ে আছে এই প্রশ্নের দিকে—এই যুদ্ধ থামবে তো? নাকি আরও দীর্ঘায়িত হবে এই অন্ধকার অধ্যায়? আর ট্রাম্প? তিনি হয়তো হাত গুটিয়ে নিতে প্রস্তুত, যদি আলো দেখা না যায়। খবর এনডিটিভির
#রাশিয়াউক্রেনযুদ্ধ #ট্রাম্পশান্তিচেষ্টা #যুক্তরাষ্ট্রকূটনীতি #বিশ্বরাজনীতি #শান্তিচুক্তিরসম্ভাবনা