এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ পিএম
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) হাঙ্গেরির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রশ্ন একটাই—গাজা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও হাঙ্গেরি তাকে গ্রেফতার করল না কেন? গত সপ্তাহে নেতানিয়াহু যখন বুদাপেস্ট সফরে গিয়েছিলেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন। আইসিসির বিচারকরা এখন হাঙ্গেরিকে এই সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছেন।
অরবান তার এই সিদ্ধান্তকে সমর্থন করতে গিয়ে বলেছেন, "আইসিসি এখন আর নিরপেক্ষ আদালত নয়, এটি একটি রাজনৈতিক আদালতে পরিণত হয়েছে।" তিনি দাবি করেছেন, হাঙ্গেরি আইসিসির সদস্য হলেও দেশটির সংসদ কখনই এই আদালতের বিধিবদ্ধ আইনকে নিজেদের আইনে অন্তর্ভুক্ত করেনি। তবে আইসিসি আগেও এমন যুক্তি নাকচ করে দিয়েছে। আদালতের তরফ থেকে হাঙ্গেরিকে সতর্ক করে বলা হয়েছিল, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু হাঙ্গেরি তা উপেক্ষা করেছে।
এমনকি নেতানিয়াহুর সফরের আগেই আইসিসির তত্ত্বাবধায়ক সংস্থার প্রেসিডেন্ট হাঙ্গেরি সরকারকে চিঠি দিয়ে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, আদালতের গ্রেফতারি নির্দেশ মানা তাদের দায়িত্ব। কিন্তু হাঙ্গেরি সরকার কোনো পাত্তাই দেয়নি। বরং অরবান ঘোষণা দিয়েছেন, হাঙ্গেরি আইসিসি থেকে সরে দাঁড়াচ্ছে। এই প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে এক বছর লাগবে। যদি হাঙ্গেরি আদালত থেকে সরে যায়, তাহলে তারা হবে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র দেশ যারা আইসিসির সদস্য নয়।
এটা প্রথমবার নয় যে কোনো দেশ আইসিসির নির্দেশ অমান্য করার কারণে তদন্তের মুখে পড়েছে। গত বছর ইতালিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কেন তারা লিবিয়ার এক সন্দেহভাজন যুদ্ধাপরাধীকে আদালতে হস্তান্তর করার বদলে নিজেদের সামরিক বিমানে দেশে পাঠিয়ে দিয়েছিল। একইভাবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়া সফর করলে তাকে গ্রেফতার না করার অভিযোগে মঙ্গোলিয়ার বিরুদ্ধেও তদন্ত হয়েছিল।
এখন হাঙ্গেরির কাছে ২৩ মে পর্যন্ত সময় আছে তাদের পক্ষে সাক্ষ্য-প্রমাণ জমা দেওয়ার। আইসিসির মুখপাত্র এই তদন্ত সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, হাঙ্গেরির এই সিদ্ধান্ত আইসিসির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার মতো একটি ঘটনা। বিশেষ করে গাজায় চলমান সংকটের প্রেক্ষাপটে এই মামলার ফলাফল গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
#আইসিসি #হাঙ্গেরি #নেতানিয়াহু #গাজা_যুদ্ধ #আন্তর্জাতিক_আদালত