ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইয়েমেনের তেল বন্দরে মার্কিন হামলায় ৭৪ জন নিহত: হুথিদের দাবি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ পিএম

ইয়েমেনের তেল বন্দরে মার্কিন হামলায় ৭৪ জন নিহত: হুথিদের দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দাবি, রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন। গত মার্চ থেকে শুরু হওয়া ট্রাম্প প্রশাসনের নতুন অভিযানে এটিই এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে।

হুথি-নিয়ন্ত্রিত এলাকায় সাংবাদিকদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় বলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি যাচাই করা কঠিন। তবে রাস ইসা বন্দরে হওয়া এই হামলার ভয়াবহতা অন্য মাত্রা যোগ করেছে। হামলার পর হুথিরা নিহতদের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে রাতের আকাশে বিশাল অগ্নিগোলক ছড়িয়ে পড়ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলাটি নিশ্চিত করে বলেছে, "এই হামলা ইরান-সমর্থিত হুথি সন্ত্রাসীদের জ্বালানি সরবরাহ বন্ধ করার জন্য করা হয়েছে।" তবে তাদের বিবৃতিতে হতাহতের কোনো উল্লেখ নেই। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রশ্নের জবাবেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে, হুথিরা এই হামলার জবাবে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তেল আভিব ও আশেপাশের এলাকায় সাইরেন বেজে উঠেছিল।

গত কয়েক মাস ধরে হুথিরা লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে, যার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একের পর এক হামলা চালাচ্ছে। এই সংঘাত এখন আরও জটিল আকার ধারণ করেছে, যেখানে সাধারণ ইয়েমেনিরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী।

#ইয়েমেন_হামলা #হুথি_বিদ্রোহী #মার্কিন_সেনাবাহিনী #লোহিত_সাগর_সংকট #মধ্যপ্রাচ্য_সংঘাত