এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন্স (এনফ্রেল) এর একটি প্রতিনিধিদল।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান, ব্যাংককভিত্তিক এই আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনফ্রেলের নির্বাহী পরিচালক ব্রিজ্জা রোসালেস।
বৈঠকে সংস্থাটির অন্যান্য সদস্যরা ছিলেন মায়া ভাট্টি, থারিন্দু আবেরাথনা ও আফসানা আমে। সায়রুল কবির বলেন, "এনফ্রেল প্রতিনিধিরা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।"
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এনফ্রেল একটি স্বাধীন, অরাজনৈতিক ও বেসরকারি সংস্থা, যার লক্ষ্য এশিয়ায় সার্বজনীন ও সমান ভোটাধিকারের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। এই সংস্থার সদস্য হিসেবে রয়েছে ১৭টি এশীয় দেশের ২৭টি সংগঠন।
এনফ্রেলের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড ও পূর্ব তিমুর।
এই বৈঠকের প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সম্পৃক্ততা বাংলাদেশের আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান রাজনৈতিক সংলাপ ছাড়া সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কঠিন হবে বলে মত দিচ্ছেন অনেকে।
এনফ্রেলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্পৃক্ততা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে কতটা ভূমিকা রাখবে, সেটাই এখন দেখার বিষয়।
#বিএনপি #এনফ্রেল #জাতীয়_নির্বাচন #ফখরুল #আন্তর্জাতিক_পর্যবেক্ষক