ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘নিজের ঘর সামলাও’: বাংলাদেশের ‘অধিকার’ মন্তব্যে ভারতের জবাব


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

‘নিজের ঘর সামলাও’: বাংলাদেশের ‘অধিকার’ মন্তব্যে ভারতের জবাব

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে সংঘাতের ঘটনায় বাংলাদেশের মন্তব্যকে "অযাচিত হস্তক্ষেপ" বলে উড়িয়ে দিয়েছে ভারত। ঢাকাকে নিজ দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি।

গত ৮ এপ্রিলের সহিংসতার ঘটনায় বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, "ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার জন্য সকল ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।"

এতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল কড়া জবাব দিয়ে বলেন, "এটি বাংলাদেশের একটি অসৎ ও অপ্রয়োজনীয় মন্তব্য, যা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতা নিয়ে আমাদের উদ্বেগের সমান্তরাল টানার এটা এক ব্যর্থ চেষ্টা।"

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত মাসে সংসদে জানিয়েছিলেন, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংখ্যালঘুদের ওপর ২,৪০০টি সহিংসতার ঘটনা ঘটেছে, আর ২০২৫ সালে এ পর্যন্ত ৭২টি ঘটনা রেকর্ড করা হয়েছে।

এদিকে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস সহিংসতা কবলিত মুর্শিদাবাদ সফরের ঘোষণা দিয়েছেন, যেখানে তিনি "যেকোনো মূল্যে শান্তি ফিরিয়ে আনার" প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যপালের সফর স্থগিত করার অনুরোধ জানিয়েছেন, দাবি করে যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

রাজ্য পুলিশের রিপোর্ট অনুযায়ী, ৪ এপ্রিল জঙ্গীপুরে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হলেও ৮ এপ্রিল তা সহিংস রূপ নেয়, যখন ৫,০০০ জনের একটি উত্তপ্ত জনতা এনএইচ-১২ অবরোধ করে। পুলিশের ওপর ইটপাটকেল, লোহার রড, ধারালো অস্ত্র ও আগুনের বোমা নিক্ষেপ করা হয়। সরকারি যানবাহনও লক্ষ্যবস্তু হয়।

১১ এপ্রিল সুতি ও সামশেরগঞ্জে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঘটে। আত্মরক্ষার্থে পুলিশ সুতির সাজুর মোড়ে গুলিবর্ষণ করে বলে জানিয়েছে। এ পর্যন্ত মুর্শিদাবাদ জুড়ে ২৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সম্পর্কের এই নতুন টানাপোড়েন উভয় দেশের কূটনীতিকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। খবর এনডিটিভির

#ভারত_বাংলাদেশ #সংখ্যালঘু_অধিকার #মুর্শিদাবাদ_হিংসা #কূটনৈতিক_বিতর্ক #আঞ্চলিক_সম্পর্ক