এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০৪ পিএম
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের সফল অভিযানে দুর্বৃত্ত করিম শরীফ ডাকাত দলের দুই সহযোগীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় ডাকাত দলটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনের গভীরে পালিয়ে গেলেও পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালিয়ে মো. আল আমিন নামের এক সহযোগীকে আটক করা হয়। তার কাছ থেকে একনলা বন্দুক, তাজা গোলা ও ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। আল আমিনের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে খুলনা থেকে আরেক সহযোগী রেজাউল গাজী বাবুকেও আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডাকাত দলকে অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উপকূলীয় অঞ্চলে ২৪ ঘন্টা টহল কার্যক্রমের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। একজন বনজীবী বলেন, "ডাকাতদের অত্যাচারে আমরা দীর্ঘদিন ভুগেছি। কোস্ট গার্ডের অভিযানের পর এখন কিছুটা স্বস্তি মিলেছে।"
#সুন্দরবন #কোস্ট_গার্ড #অভিযান #ডাকাত_দল #পরিবেশ_সুরক্ষা