ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রাইম ব্যাংকের ৩০ বছর: একসাথে পথ চলার অঙ্গীকার


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ পিএম

প্রাইম ব্যাংকের ৩০ বছর: একসাথে পথ চলার অঙ্গীকার

প্রাইম ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যাংকিং খাতে তিন দশকের সফল যাত্রা উদযাপন করছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করে এসেছে উদ্ভাবনী সেবা ও টেকসই ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে। বর্তমানে ১১ লাখ গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটির দেশজুড়ে রয়েছে ১৪৭টি শাখা, ১৫৮টি এটিএম বুথ ও ১৫২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট।

প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ বলেন, "আমাদের সাফল্য শুধু সংখ্যার গল্প নয়, এটি গ্রাহকদের বিশ্বাসের ইতিহাস।" প্রতিষ্ঠানটি কনজ্যুমার ব্যাংকিং থেকে শুরু করে কর্পোরেট, এসএমই ও ইসলামিক ব্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং সেবা ও সবুজ অর্থায়নে তাদের পদক্ষেপ প্রশংসনীয়।

গ্রামীণ নারী উদ্যোক্তা শারমিন আক্তারের কথায়, "প্রাইম ব্যাংকের সহজ শর্তের ঋণ আমার ছোট ব্যবসাটিকে বাঁচিয়ে রেখেছে।" এমন অসংখ্য সাফল্যের গল্পই প্রমাণ করে প্রতিষ্ঠানটির জনবান্ধব নীতির সাফল্য।

ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তারা আরও বেশি ডিজিটাল সেবা সম্প্রসারণ ও এসএমই খাতে সহায়তা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। প্রাইম ব্যাংকের এই যাত্রা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রারই প্রতিচ্ছবি।

#প্রাইম_ব্যাংক #৩০_বছর #ব্যাংকিং_সেবা #ডিজিটাল_ব্যাংকিং #টেকসই_অর্থনীতি