ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাস-ইজিবাইক সংঘর্ষে প্রাণ হারালেন সিয়াম, শোকের ছায়া বলভদ্রপুরে


এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ পিএম

বাস-ইজিবাইক সংঘর্ষে প্রাণ হারালেন সিয়াম, শোকের ছায়া বলভদ্রপুরে

একটা মুহূর্তেই বদলে গেল সবকিছু। শনিবার সকালে বলভদ্রপুরের বালিয়াডাঙ্গা এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনাটি যেন চোখে সর্ষেফুল দেখা! মোরেলগঞ্জের তেলিগাতী গ্রামের ২০ বছরের সিয়াম গাজী বাবা মজিবর গাজী ও এক প্রতিবেশীকে নিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন আত্মীয়ের মরদেহ দেখতে। পথে, হঠাৎ করেই একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়—আর সেই ধাক্কা সিয়ামের জীবনটাই নিয়ে নিল।

ঘটনাস্থলের পাশেই ছিল একটি বন্ধ ট্রাক। সেটি রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকায় ইজিবাইক ও বাস কেউই কাউকে ঠিকঠাক দেখতে পায়নি। আর এই ছোট্ট অদেখাটাই হয়ে গেল মরণফাঁদ। দুর্ঘটনায় ইজিবাইক চালক বাপ্পি, সিয়ামের বাবা মজিবর ও প্রতিবেশী রশিদ খান গুরুতর আহত হয়ে এখন বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো গ্রামের মনকেই ভারাক্রান্ত করে তুলেছে। জীবন কতটাই না অনিশ্চিত—একটু অসতর্কতা কতটা বড় ট্র্যাজেডি বয়ে আনতে পারে, বলভদ্রপুর আজ তার জ্বলন্ত উদাহরণ।

#বাগেরহাট #সড়কদুর্ঘটনা #সতর্কতা #ইজিবাইক #মানবিকবিপর্যয়