এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫, ১১:০৪ পিএম
শরণখোলার রাজেশ্বর গ্রামে এক উত্তেজনাকর ঘটনায় স্থানীয়রা একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করেছে। রবিবার সকালে মৎস্য খামারের জালে পেঁচিয়ে থাকা ১৫ ফুট দৈর্ঘ্যের এই অজগরটি প্রথম দেখতে পায় স্থানীয় মধু খানের পরিবার। দ্রুত স্থানীয় সিপিজি ও ভিটিআরটি সদস্যদের খবর দেওয়া হলে তারা অজগরটিকে সুরক্ষিতভাবে বস্তায় ভরে শরণখোলা রেঞ্জ অফিসে হস্তান্তর করে।
পূর্ব সুন্দরবন বিভাগের ফরেস্টার মো. ফারুক আহমেদ জানান, প্রায় ২০ কেজি ওজনের এই অজগরটিকে বিকেলে সুন্দরবনের ধাবরী এলাকার বনে অবমুক্ত করা হয়েছে। তিনি স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, "এ ধরনের ঘটনায় আমাদের সাথে স্থানীয়দের এমন সহযোগিতা বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
এই ঘটনা সুন্দরবন সংলগ্ন এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যপ্রাণীর লোকালয়ে আসার ঘটনা বাড়ছে, তাই এমন ঘটনায় কীভাবে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।
#সুন্দরবন #অজগর_উদ্ধার #বন্যপ্রাণী_সংরক্ষণ #শরণখোলা #পরিবেশ_সচেতনতা