প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫, ১১:০৪ পিএম
চায়ের দোকানে গল্প করতে গিয়ে এক ঝগড়ায় প্রাণ হারালেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। ১৯ এপ্রিলের সেই মর্মান্তিক ঘটনায় এখনও কাঁদছে তার সহপাঠী, পরিবার আর ক্যাম্পাস। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি তুলেছেন।
সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেছেন, "একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষার্থী খুন—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দিনের আলোয়, সবাই দেখতে দেখতে খুন হলেন পারভেজ, কিন্তু ২৪ ঘন্টা পার হওয়ার পরও আসামিদের গ্রেফতার করা হয়নি!" তাদের বক্তব্য, শুধু খুনিদেরই নয়, এই হত্যার পেছনে যারা ইন্ধন দিয়েছে, তাদেরও চিহ্নিত করতে হবে।
এমন নিষ্ঠুরতা দেখে মনে পড়ে যায়, ক্যাম্পাসে একসময় সন্ত্রাসের রাজত্ব ছিল। গণ অভ্যুত্থানের পর আমরা স্বপ্ন দেখেছিলাম, শিক্ষার্থীরা নিরাপদে ঘুরবে ক্লাসে-ক্যাফেটেরিয়ায়। কিন্তু আজ আবারও সেই আশঙ্কা। মুক্তা ও রায়হান তাই সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হতে বলেছেন—যেন কেউ আর পারভেজের মতো নির্মম পরিণতি না বরণ করে।
#পারভেজের_বিচার_চাই #শিক্ষার্থীদের_নিরাপত্তা_চাই #সন্ত্রাসমুক্ত_ক্যাম্পাস #সমাজতান্ত্রিক_ছাত্র_ফ্রন্ট #নিরাপদ_শিক্ষাঙ্গন