ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

নারী সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামী মূল্যবোধের উপর আঘাত! - খেলাফত মজলিসের তীব্র প্রতিবাদ


প্রেস বিজ্ঞপ্তি   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

নারী সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামী মূল্যবোধের উপর আঘাত! - খেলাফত মজলিসের তীব্র প্রতিবাদ

নারী বিষয়ক সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে খেলাফত মজলিস। সংগঠনের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যুক্ত বিবৃতিতে এই কমিশন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।

কমিশনের প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে রয়েছে মুসলিম উত্তরাধিকার আইন বাতিল, সব ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন চালু, এমনকি স্বামী-স্ত্রীর সম্পর্কেও 'ধর্ষণ' মামলার বিধান রাখা। সবচেয়ে বিতর্কিত প্রস্তাব হলো যৌনকর্মীদের সরকারি স্বীকৃতি দেয়া। খেলাফত মজলিসের নেতারা এটিকে ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের সামাজিক কাঠামোর উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছেন।

"এগুলো পবিত্র কুরআনের সুস্পষ্ট বিধানের লঙ্ঘন," বলেছেন মাওলানা আজাদ। তিনি আরও যোগ করেন, "এই কমিশন বাংলাদেশের নারীদের প্রকৃত প্রতিনিধি নয়, বরং পশ্চিমা ধাঁচের কিছু ধারণা চাপিয়ে দিতে চায়।" সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে যে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের ধর্মীয় ও পারিবারিক কাঠামো ভেঙে পড়বে।

খেলাফত মজলিসের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে - এই বিতর্কিত কমিশন ও তার সকল প্রস্তাব অবিলম্বে প্রত্যাখ্যান করতে হবে। নেতাদের ভাষায়, "এটা কোনো সংস্কার নয়, বরং ইসলামী জীবনব্যবস্থাকে ধ্বংস করার এক সুপরিকল্পিত চেষ্টা।"

#খেলাফত_মজলিস #ইসলামী_মূল্যবোধ #নারী_সংস্কার_কমিশন_বাতিল_চাই #পারিবারিক_কাঠামো_রক্ষা_চাই #বাংলাদেশের_মুসলিম_পরিচয়