এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ পিএম
রবিবার রাতে পরিবারের সঙ্গে নৈশভোজ করতে গিয়েছিলেন হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোএম। ওয়াশিংটন ডিসির প্রাণকেন্দ্রে অবস্থিত 'ক্যাপিটাল বার্গার' রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া চলছিল, আর ঠিক তখনই ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা—চুরি হয়ে যায় তাঁর হাতব্যাগ। আর ব্যাগে শুধু মেকআপ কিট বা চাবি নয়, ছিল একেবারে ৩,০০০ ডলার নগদ অর্থ, যা বাংলাদেশি টাকায় প্রায় ২.৫ লক্ষ টাকা!
সূত্র বলছে, ব্যাগে আরও ছিল তাঁর ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, হোমল্যান্ড সিকিউরিটির ব্যাজ, প্রেসক্রিপশনের ওষুধ ও বেশ কিছু চেক। সিক্রেট সার্ভিস তখনই ক্যামেরা ফুটেজ ঘেঁটে দেখে এক ব্যক্তি সার্জিক্যাল মাস্ক পরে ধীরে সুস্থে নোএমের ব্যাগ চুরি করে হেঁটে চলে যায়।
ভাবা যায়? পাশেই বসা চোর ধীরে ধীরে চেয়ার সরিয়ে এক পায়ে টেনে আনে ব্যাগটা, তারপর সেটাকে জ্যাকেটের নিচে গুঁজে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যেন কোনো সিনেমার দৃশ্য!
প্রশ্ন উঠেছে—এত টাকা একসঙ্গে ব্যাগে রাখার কারণ কী? এক মুখপাত্র জানান, পরিবারের সবাই এসেছিল শহরে, আর নোএম এই টাকা ব্যবহার করছিলেন তাদের খাওয়াদাওয়া, ঘোরাঘুরি আর ইস্টারের উপহার কিনতে।
এদিকে, ঘটনার ব্যাপারে এখনো মুখ খুলতে নারাজ নোএম। হোয়াইট হাউসের ইস্টার ইভেন্টে বললেন, "এ নিয়ে এখন কিছু বলছি না, এখনও সমাধান হয়নি।"
এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছে কৌতূহল। রেস্তোরাঁয় বসেও এখন কেউ পুরো নিশ্চিন্ত নয়—ব্যাগ বা মোবাইল একটু চোখের আড়াল হলেই বিপদ!
#ক্রিস্টিনোএম #ওয়াশিংটনচুরি #নগদটাকা #হোমল্যান্ডসিকিউরিটি #রেস্তোরাঁনিরাপত্তা