এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম
ডিপিএল সুপার লিগে রূপগঞ্জ টাইগার্সকে হারালো লিজেন্ড অব রূপগঞ্জ
টসে জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২৫ বড় স্কোর গড়ে লিজেন্ড রূপগঞ্জ। তাদের পক্ষে সর্বোচ্চ ১২৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন সাব্বির রহমান। তার সাথে ঝড়ো ব্যাটিংয়ে ৯৫ রান করেন চিরাগ জানি। এছাড়া নাঈম করেন ৩৩ রান। টাইগার্সের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মুকিদুল ইসলাম।
বড় লক্ষ্য তাড়ায় রূপগঞ্জ ক্রিকেটার্স শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তবে সাদ নাসিম ২২ গজে দ্যুতি ছড়িয়ে অনবদ্য ১১৬ রানের সেঞ্চুরি তুলে নেন। তার একার লড়াইয়েও ম্যাচ জিততে পারেনি রূপগঞ্জ ক্রিকেটার্স। দলের হয়ে বিশের ঘর পেরিয়েছেন কেবল শরীফউল্লাহ ২৯ রান ও মার্শাল আইয়ুব ২৬ রান।
রূপগঞ্জের পক্ষে বোলিংয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন নাবিল সামাদ। ছাড়া ২ উইকেট নিয়েছেন সঞ্জিত সাহা। সম্পাদনা: এল আর বাদল।