এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম
২০১৯ সালের ইস্টার সানডের বোমা হামলার বিচারের দাবিতে শ্রীলঙ্কায় বিক্ষোভ
তিন বছর আগে ইস্টার সানডেতে বোমা হামলায় ২৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তাদের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করার কাজে অগ্রগতির অভাবের জন্য শ্রীলঙ্কানরা রাষ্ট্রপতির কার্যালয়ের সামনে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন। আলজাজিরা
২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডের দিন তিনটি গির্জা এবং তিনটি পর্যটন হেটেলে বোমা হামলা চালানো হয়। দিনটিতে ৪২ জন বিদেশিসহ মোট ৫৬ জন নিহত হয়েছিলেন।
রোববার, রাজধানী কলম্বোতে হামলার শিকারদের বিচারের আহ্বান জানিয়ে শত শত মানুষ মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।