ঢাকা, বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ | ২৬ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে ট্রাইব্যুনাল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ মে, ২০২৫, ০৮:০৫ পিএম

শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে ট্রাইব্যুনাল

 

জুলাই মাসে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী রোববার (১ জুন) থেকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এই বিচারিক কার্যক্রম সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

শনিবার (৩১ মে) এক ক্ষুদেবার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি বলেন, রোববার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে। একইসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ পেশ করা হবে।

এ বিষয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হবে।

তাজুল ইসলাম আরও বলেন, “আমরা চাই, বিচার প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হোক যাতে এর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়। ডিসেম্বরের মধ্যেই এই মামলার অগ্রগতি দৃশ্যমান হবে।”

গত ১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্তের সমাপ্তি ঘোষণা করে জানানো হয়, ১,৪০০’র বেশি মানুষকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে ৫টি গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে হত্যার নির্দেশ, প্ররোচনা এবং উসকানি।

একই ধরনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধেও মামলার নথিতে প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন।

এই সরাসরি সম্প্রচারকে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।