ঢাকা, সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

নির্বাচনের সময়সূচি নিয়ে বৈঠকে সালাহউদ্দিন ও নাহিদ ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৫, ০৪:০৬ পিএম

নির্বাচনের সময়সূচি নিয়ে বৈঠকে সালাহউদ্দিন ও নাহিদ ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়

 

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে তর্কাতর্কি হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে রাজধানীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্য উপস্থাপন করেন। এরপর অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের রোডম্যাপ নিয়ে মতামত দেন।

বিএনপির সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা উচিত। এর এক দিন পরেও সময় বাড়ানোর প্রয়োজন নেই।”

এই বক্তব্যের জবাবে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, “কিছু দল ভারতের বক্তব্যের সঙ্গে মিলে যাওয়ার মতো করে ডিসেম্বরেই নির্বাচনের দাবি জানাচ্ছে, যা আমাদের জন্য উদ্বেগজনক।”

এরপর সালাহউদ্দিন পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “ডিসেম্বরে নির্বাচন চাওয়া যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায়, তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র বা চীনের সুরে কথা বলছে।”

এই বক্তব্যে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরে উপস্থিত অন্য নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বৈঠক শেষে সালাহউদ্দিন বলেন, “নির্বাচন যাতে নির্ধারিত সময়ে হয়, সে জন্য প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

অন্যদিকে, নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আগেই নির্বাচন ঘোষণা করা হলে সেটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। ফলে তারিখ ঘোষণায় ধৈর্য দরকার।”

বৈঠকে অংশগ্রহণকারীরা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন।