ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২
Logo
logo

নগর ভবনে প্রশাসক বসানো চলবে না, বিপ্লবী কাউন্সিল গঠনের হুঁশিয়ারি ইশরাক হোসেনের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৫, ১২:০৬ এএম

নগর ভবনে প্রশাসক বসানো চলবে না, বিপ্লবী কাউন্সিল গঠনের হুঁশিয়ারি ইশরাক হোসেনের

 

বিএনপি নেতা ও সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না।” শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শনে এসে জাতীয় ঈদগাহ ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রয়োজনে বিগত নির্বাচিত কাউন্সিলর এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে একটি বিপ্লবী নগর কাউন্সিল গঠন করে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের বাইরে কেউ নগর ভবনে বসার সুযোগ পাবে না।”

ইশরাক হোসেন আরও বলেন, “আমি এখানে এসেছি নির্বাচিত মেয়র হিসেবে, যেটি দেশের সর্বোচ্চ আদালতের রায় দ্বারা সমর্থিত। এটি আমার সাংবিধানিক ও নৈতিক দায়িত্বের অংশ। কালও আমি পরিচ্ছন্নতা কার্যক্রমে শ্রমিকদের সঙ্গে মাঠে থাকব।”

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রসঙ্গে তিনি বলেন, “তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই কাঠামোর আওতায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।” একইসঙ্গে উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, “যদি তারা রাজনীতিতে আসতে চান, তবে দায়িত্ব ছেড়ে রাজনীতিতে নামুন।”

স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার দাবি করে ইশরাক বলেন, “এখানে দীর্ঘদিন ধরে যে অব্যবস্থাপনা চলছে, তা সংস্কারের জন্য এখনই সময়। এই সংস্কার না এলে জনগণের দাবি ও প্রয়োজন পূরণ সম্ভব নয়। প্রয়োজনে আমরা এই লক্ষ্যে আন্দোলনে যাব।”

ইশরাক হোসেনের বক্তব্যে সিটি করপোরেশনে দলনিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জনগণের প্রতিনিধিত্বের গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়।