এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ জুন, ২০২৫, ১১:০৬ পিএম

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা 'গুগল পে'। আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই সেবাটি চালু করেছে।
এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এনএফসি-সক্ষম পস টার্মিনালে সহজেই লেনদেন করতে পারবেন, যা দেশে ও বিদেশে কাজ করবে।
গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করে। এই সেবার মাধ্যমে স্মার্টফোনই হয়ে উঠবে ব্যবহারকারীর ডিজিটাল ওয়ালেট, ফলে আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না।
এই সেবা চালু হওয়ায় এখন থেকে আকাশপথে ভ্রমণ, শপিং মল, সিনেমা হলসহ বিভিন্ন জায়গায় মোবাইল ফোন দিয়েই পেমেন্ট করা সম্ভব হবে। গুগল পে-এর এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।