এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫, ১০:০৭ পিএম

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) মাঠ মাতাবেন বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান, তবে এবার নয় রংপুর রাইডার্সের হয়ে, বরং দুবাই ক্যাপিটালসের হয়ে। বেশ কিছুদিন আগে রংপুর রাইডার্সের স্কোয়াড ঘোষণার সময় সাকিবের নাম না থাকায় গুঞ্জন ছিল, এবারের আসরে তাকে দেখা যাবে না। কিন্তু পরে জানা গেল, আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে সাকিব খেলবেন, যেখানে তিনি কেশব মহারাজের জায়গায় দলে যুক্ত হয়েছেন।
আগামী ১০ জুলাই থেকে শুরু হবে জিএসএলের দ্বিতীয় আসর, যেখানে reigning champion রংপুর রাইডার্স অংশ নেবে। তাই এবার সাকিবকে দেখা যাবে তার পুরনো সতীর্থদের বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে।
সাকিব দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে ছিলেন। শেষবার তিনি খেলেছিলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এরপর থেকে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি সিপিএলে নাম লিখিয়েছেন সাকিব, যেখানে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকন্সের হয়ে খেলবেন। এছাড়া, ম্যাক্স সিক্সটি টি-টেন লিগেও তার নাম আছে।
জাতীয় দলের থেকে দীর্ঘদিন নিষিদ্ধ থাকায় সাকিব দেশেও আসতে পারছেন না। তাই তার ক্রিকেট কার্যক্রম বেশিরভাগ সময়ই বিদেশে। তবে সাম্প্রতিক সময়ে খেলায় ফেরার ফলে তার ব্যস্ততা বেড়েছে।
এভাবে বিশ্বব্যাপী বিভিন্ন লিগে অংশগ্রহণ করে সাকিব নিজের খেলা ফিরিয়ে এনেছেন এবং আন্তর্জাতিক ফরম্যাটে ফিরতে প্রস্তুত হচ্ছেন বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। আগামী জিএসএল আসরে তার পারফরম্যান্স নিয়ে অপেক্ষা রয়েছে ক্রিকেট ভক্তদের।