ঢাকা, সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ছাত্র ফ্রন্ট বুয়েট শাখার সাবেক ছাত্র আশফাকুর রুমন-এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৫, ০৪:০৭ পিএম

ছাত্র ফ্রন্ট বুয়েট শাখার সাবেক ছাত্র আশফাকুর রুমন-এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখার সাবেক ছাত্রনেতা সিভিল ইঞ্জিয়ারিং বিভাগের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী আশফাকুর রুমন গতকাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ছাত্রনেতা আশফাকুর রুমন সাবেকুন নাহার সনি হত্যার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনে অনশনে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করতে নির্ভিক ভূমিকা রেখেছিলেন। তার সংগ্রামী স্মৃতি সংগঠন গভীর শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।