এনবিএস ডিজিটাল ডেস্ক প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫, ০৭:০৭ পিএম
ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান রিশভ পান্ত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আরও একটি রেকর্ড ভেঙেছেন। ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে তিনি ইংল্যান্ডে ১,০০০ টেস্ট রান করার প্রথম বিদেশি উইকেটকিপার হয়েছেন।
১৯ রান করে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। কোনো বিদেশি উইকেটকিপার এর আগে ইংল্যান্ডে ৮০০ রানও করতে পারেননি। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক এমএস ধোনি, যার সংগ্রহ ৭৭৮ রান।
তিনি টেন্ডুলকর, দ্রাবিড়ের মতো দৈত্যাদের ক্লাবে যোগ দিয়েছেন। ইংল্যান্ডে ১,০০০ টেস্ট রান করা ভারতীয় খেলোয়াড়দের তালিকায় রয়েছেন সচিন টেন্ডুলকর (১,৫৭৫), রাহুল দ্রাবিড় (১,৩৭৬), সুনিল গাভাস্কার (১,১৫২), বিরাট কোহলি (১,০৯৬) ও কেএল রাহুল (১,০৩৫)।
বর্তমান সিরিজে পান্ত একের পর এক রেকর্ড ভাঙছেন। তিনি ইংল্যান্ডে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৪) করা উইকেটকিপার। হেডিংলি টেস্টে তিনি অ্যান্ডি ফ্লাওয়ারের পর এক ম্যাচে দুটি সেঞ্চুরি করা দ্বিতীয় উইকেটকিপার।
ইংল্যান্ডে তার ৪ সেঞ্চুরি টেন্ডুলকর, রাহুল ও বেঙ্গসরকারের সমান। শীর্ষে রয়েছেন দ্রাবিড় (৬ সেঞ্চুরি)। পান্তের এই অসাধারণ ফর্ম ভারতের জন্য বড় সুখবর।