ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

সৌদি আরবে কর্মভিসা পেতে এখন দক্ষতার মূল্যায়ন, নতুন নিয়মে সুযোগ বাড়ল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ জুলাই, ২০২৫, ০৫:০৭ পিএম

সৌদি আরবে কর্মভিসা পেতে এখন দক্ষতার মূল্যায়ন, নতুন নিয়মে সুযোগ বাড়ল

সৌদি আরব বিদেশি কর্মীদের জন্য দক্ষতা-ভিত্তিক নতুন ভিসা নীতি চালু করেছে। এখন থেকে কর্মীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদার দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ভিসা দেওয়া হবে। এতে দক্ষ কর্মীদের জন্য চাকরি পাওয়া সহজ হবে।

নতুন ব্যবস্থায় কর্মীদের তিনটি স্তরে ভাগ করা হয়েছে। উচ্চ-দক্ষ প্রফেশনালদের জন্য আলাদা সুবিধা থাকবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞরা এই ক্যাটাগরিতে পড়বেন। তাদের জন্য পয়েন্ট-ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু হয়েছে।

দ্বিতীয় স্তরে রয়েছে দক্ষ কর্মী। হিসাবরক্ষক, টেকনিশিয়ান, সেলস এক্সিকিউটিভরা এই গ্রুপে আবেদন করতে পারবেন। তৃতীয় স্তরে সাধারণ শ্রমিকদের জন্য ভিসা সুবিধা থাকবে। তবে ৬০ বছরের বেশি বয়সী আবেদনকারীরা এই সুযোগ পাবেন না।

নতুন এই পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে। দক্ষ কর্মীরা আগের চেয়ে বেশি বেতন পাবেন। ভিসা প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ ও দ্রুততম। প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে।

ভিসার জন্য প্রথমে সৌদি কোম্পানি থেকে চাকরির অফার লেটার নিতে হবে। এরপর মানবসম্পদ মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে। আবেদনকারীদের মেডিকেল টেস্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে পাসপোর্ট, শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার সার্টিফিকেট। সব কাগজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। ভিসা পেলে ৯০ দিনের মধ্যে ইকামা বা বসবাসের অনুমতিপত্র নিতে হবে।

এই পরিবর্তনের ফলে সৌদি আরবে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাকরি পাওয়ার সুযোগ বাড়বে। বিশেষ করে প্রযুক্তি ও চিকিৎসা খাতে কাজের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।