ঢাকা, রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ছাত্র রাজনীতি সরগরম, ছাত্রদল পিছিয়ে! ডাকসু-জাকসু-রাকসু নির্বাচনে আন্দোলন ও দ্বন্দ্বের ছাপ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ছাত্র রাজনীতি সরগরম, ছাত্রদল পিছিয়ে! ডাকসু-জাকসু-রাকসু নির্বাচনে আন্দোলন ও দ্বন্দ্বের ছাপ

ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রচারণা তুঙ্গে। তবে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল অন্যান্য দলগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ছাত্রদল প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ভিপি পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান। সোমবার (১৮ আগস্ট) ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্যানেল এখনও ঘোষণা করা হয়নি।

অপরদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ, এবং সহ-সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

ডাকসুর ভিপি প্রার্থী জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত আবেদন করেছেন যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরিচালিত হয়।

ঢাবির সহসভাপতি পদে লড়বেন উমামা ফাতেমা, জিএস পদে আল সাদী ভূঁইয়া, এবং এজিএস পদে মহিউদ্দিন মুজাহিদ মাহী। তিনি আগামীকাল পূর্ণাঙ্গ স্বতন্ত্র প্যানেল ঘোষণা করবেন।

আওয়ামী লীগের আমলে ১৫ বছর ধরে ছাত্রদল ক্যাম্পাসে চাপে ছিল। টানা দমনপীড়নের কারণে সাংগঠনিক সক্ষমতায় ঘাটতি তৈরি হয়। ৫ আগস্টের পরও তারা পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। বর্তমানে ছাত্রদল ক্যাম্পাস কমিটি গঠন করছে, তবে অনেক জ্যেষ্ঠ নেতা নির্বাচনে অংশ নিতে পারছেন না।

তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যম সারির কয়েকজন নেতা নির্বাচনে আগ্রহ দেখালেও মনোনয়নের নিশ্চয়তা না থাকায় কার্যক্রম শুরু হয়নি। সোমবার ঢাবিতে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল, নেতারা পত্র সংগ্রহ করেছেন।

ছাত্রদল বর্তমানে ছাত্রসংসদ নির্বাচনে সরব নয়, যদিও তপশিল ঘোষণার পরও তারা ভোট পেছানোর দাবি করছে। ডাকসু ও রাকসু নির্বাচনের প্যানেল ঠিক করতে ছাত্রদল নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে বৈঠক করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র আগামীকাল মঙ্গলবার দাখিলের শেষ সময়। তবে ছাত্রদল নেতারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় প্যানেল চূড়ান্ত হয়নি।

ডাকসুর ভোট ৯ সেপ্টেম্বর, জাকসুতে ১১ সেপ্টেম্বর এবং রাকসুতে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডাকসুতে ২৮টি পদ, হল সংসদে ১৩টি পদ রয়েছে।

ছাত্রদল সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে নতুন কমিটি করা হয়েছে। জ্যেষ্ঠ নেতাদের ছাত্রত্ব না থাকায় প্রার্থী হতে পারছেন না। ফলে ছাত্রদলের সাংগঠনিক অবস্থা ঢাবিতে এখনও কিছুটা দুর্বল।

রাবি ছাত্রদলের ১১৩ সদস্যের ‘অপূর্ণাঙ্গ’ কমিটি ঘোষণা করা হয়েছে। পদবঞ্চিতরা আন্দোলন করছেন। তবে ছাত্রদল এককভাবে প্যানেল দেবে, প্রয়োজন হলে জোট হতে পারে।

ভিপি পদে এগিয়ে আছেন মাহমুদুল হাসান মিঠু, জিএস পদে মেহেদী ইমন, এবং সহ-সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী শেখ সাদী।

ছাত্রদল নেতাদের মতে, সাংগঠনিক দুর্বলতা থাকা সত্ত্বেও তাদের জাতীয়তাবাদী আদর্শ এবং মুক্তিযুদ্ধের অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের ভোট তারা পাবেন।