ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আদিবাসী ভাষায় কথা! সহপাঠীর গায়ে আগুন ধরিয়ে দিল ‘বন্ধুরা’, মেক্সিকোর স্কুলে বৈষম্যের ঘৃণ্য নজির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২২, ০২:০৭ পিএম

আদিবাসী ভাষায় কথা! সহপাঠীর গায়ে আগুন ধরিয়ে দিল ‘বন্ধুরা’, মেক্সিকোর স্কুলে বৈষম্যের ঘৃণ্য নজির

আদিবাসী ভাষায় কথা! সহপাঠীর গায়ে আগুন ধরিয়ে দিল ‘বন্ধুরা’, মেক্সিকোর স্কুলে বৈষম্যের ঘৃণ্য নজির

 ক্লাসের মধ্যেই সহপাঠীর গায়ে আগুন ধরিয়ে দিল দুই স্কুলপড়ুয়া। মেক্সিকোর (Mexico) সেই স্কুলে বর্ণবৈষম্যের (Racism) এমন জঘন্য নজিরের ঘটনা সামনে আসতেই গর্জে উঠেছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। আহত পড়ুয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল, সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ঘটনাটি ঘটেছে মেক্সিকোর কুয়েরেতারোতে। সেখানেই গত জুন মাসে আক্রান্ত হয়েছে জুয়ান জামোরানো নামের ওই পড়ুয়া। সে আদিবাসী সম্প্রদায়ের। অভিযোগ, ক্লাসরুমের মধ্যে তার গায়ে অ্যালকোহল ঢেলে দেওয়া হয়। তারপর ধরিয়ে দেওয়া হয় আগুন।

এই ঘটনায় জুয়ানের দুজন সহপাঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তার পরিবারের লোকজন। ১৪ বছর বয়সি জুয়ানের শরীরে সেকেন্ড ও থার্ড ডিগ্রি বার্ন রয়েছে। হাসপাতালে কয়েক সপ্তাহ ধরে তার চিকিৎসা হয়। গত সপ্তাহে বাড়ি ফিরেছে জুয়ান।

মেক্সিকো তথা আমেরিকা যুক্তরাষ্ট্রের কোণায় কোণায় লড়াই চলছে বর্ণবৈষম্যের বিরুদ্ধে। চামড়ার রঙ বা জন্মগত উত্তরাধিকার সূত্রে কাউকে ‘অপরাধী’র তকমা দেওয়া যায় না, সেই সচেতনতার প্রচারও চালানো হচ্ছে। তবে মেক্সিকোর স্কুলে যা ঘটেছে তা রীতিমতো ভয়ঙ্কর।

অভিযোগ, আদিবাসী বংশোদ্ভুত জুয়ানকে স্কুলে হামেশাই হেনস্থা করা হত নানাভাবে। তার মাতৃভাষা ওটোমি। এই ভাষাতে সে পারতপক্ষে কথা বলত না। তার পরিবারের অভিযোগ, শুধু ক্লাসের সহপাঠীরা নয়, জুয়ানকে নানাভাবে হেনস্থা করেন তার শিক্ষকরাও। বিচার চাইতে আদালতের দ্বারস্থ হয়েছে জুয়ানের পরিবার।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে