ঢাকা, বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ | ২৬ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ড. মুহাম্মদ ইউনূসের হঠাৎ বৈঠক! ৭ দলের নেতাদের সঙ্গে কী নিয়ে হচ্ছে আলোচনা?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

ড. মুহাম্মদ ইউনূসের হঠাৎ বৈঠক! ৭ দলের নেতাদের সঙ্গে কী নিয়ে হচ্ছে আলোচনা?

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বিকেলে এই বৈঠকে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রবেশ করেছেন সংশ্লিষ্ট দল ও সংগঠনের নেতারা।

বৈঠক শুরু হয় বিকেল ৫টা ১০ মিনিটে। এই বৈঠকে অংশগ্রহণকারী দল ও সংগঠনের মধ্যে রয়েছে – এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে বৈঠক করেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।