এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৯ পিএম

বর্তমানে শবনম ফারিয়া অভিনয়ে তেমন নিয়মিত না হলেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। সমসাময়িক বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত প্রয়োজন, সবকিছুর উপর তিনি মুক্তমনা মন্তব্য করেন। কখনো কখনো কেউ রক্তের প্রয়োজন হলে তিনি তা ফেসবুকে শেয়ার করে অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে ফারিয়া লিখেন,
“পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল বা স্টে হোমের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?”
মুহূর্তের মধ্যে নেটিজেনরা তথ্য দিতে শুরু করেন। তার মধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।
তিনি লেখেন,
“তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!”
ফারিয়া সবসময়ই তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এবারও তিনি পঞ্চগড়ে গিয়ে পরিবারের সঙ্গে কিছু শান্তিপূর্ণ মুহূর্ত কাটাতে চাইছেন।