ঢাকা, রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

গুলশান-বনানী-ভাষানটেক ও ভাটারা থানা জাসাস কমিটি অনুমোদন, কারা পেলেন দায়িত্ব


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম

গুলশান-বনানী-ভাষানটেক ও ভাটারা থানা জাসাস কমিটি অনুমোদন, কারা পেলেন দায়িত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গুলশান, বনানী, ভাষানটেক ও ভাটারা থানার কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর জাসাস-এর আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম স্বপন ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন আনু, চার থানার কর্মীসভার প্রস্তাবিত কমিটিগুলো অনুমোদন দেন।

গুলশান থানায় ৭১ সদস্যের কমিটি অনুমোদন পেয়েছে। এখানে মোঃ রফিকুল ইসলাম আহ্বায়ক এবং মোঃ জসিম উদ্দিন (জসু) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বনানী থানার ৫১ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোঃ হাসান মাহমুদ (হাসান)-কে এবং সদস্য সচিব হয়েছেন ড. মোঃ কামরুল হাসান।

ভাষানটেক থানার ৩১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন মোঃ রাজু আহম্মেদ এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মোঃ আলমগীর হোসেন।

ভাটারা থানায় ৩১ সদস্যের কমিটি অনুমোদিত হয়েছে। এখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহ আলম হাওলাদার এবং সদস্য সচিব হয়েছেন মোঃ আহসান জামিল আচঁল।

এই কমিটিগুলোকে অনুমোদন দিয়েছেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান ও কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এসব নতুন নেতৃত্ব অনুমোদনের মধ্য দিয়ে চার থানার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।