এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম

ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন লিওনেল মেসি। মাঠে রেকর্ড ভাঙার পর এবার রেকর্ড হলো মাঠের বাইরেও। ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে প্রথমবার শীর্ষ পর্যায়ে খেলার সময় প্রকাশিত মেসির রুকি কার্ড বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে— ১৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ২৬ লাখ টাকা।
ইতালিয়ান প্রতিষ্ঠান পানিনি প্রকাশ করেছিল এই কার্ড। আর্জেন্টাইন তারকার ছবি আর তৎকালীন ক্লাব বার্সার নাম লেখা সেই কার্ড বিক্রি হয়েছে ফ্যানাটিকস কালেক্ট নামের নতুন এক ব্যক্তিগত লেনদেন নেটওয়ার্কে।
কার্ডটির অবস্থা একেবারেই নতুনের মতো থাকায় প্রফেশনাল স্পোর্টস অথেনটিকেটর (পিএসএ) থেকে সর্বোচ্চ গ্রেড ১০ পেয়েছে। আর এ কারণেই দাম এতটা বেড়ে গেছে।
এর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড এখন মেসির দখলে। আগের রেকর্ড ছিল কিংবদন্তি পেলের নামে। ১৯৫৮ সালে সুইডিশ প্রতিষ্ঠান আলিফাবোলাগেট বানিয়েছিল পেলের রুকি কার্ড। সেটি ২০২২ সালে বিক্রি হয় ১৩ লাখ ৩০ হাজার ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি ১৯ লাখ।
বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড মাঠে বল পায়ে যতবার রেকর্ড গড়েছেন, এবার তার নাম জড়িয়ে গেল সংগ্রাহকদের দুনিয়ার অনন্য রেকর্ডেও।