এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম

ভারতের উত্তর প্রদেশের বরেলিতে বলিউড অভিনেত্রী দিশা পাটানি এর বাসভবনের বাইরে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পিছনের কারণ ও গুলির উৎস এখনো নিশ্চিত করা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের অনুযায়ী, ঘটনার দায় ফেসবুক পোস্টের মাধ্যমে গ্যাংস্টাররা স্বীকার করেছে। পোস্টে লেখা হয়েছে,
"আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) খুশবু পাটানি ও দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করছি। তারা আমাদের শ্রদ্ধেয় সাধুদের অপমান করেছেন এবং আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না। এটি কেবল একটি ট্রেলার। ভবিষ্যতে কেউ আমাদের ধর্ম ও সাধুদের অপমান করলে, তার পরিণতি ভোগ করতে হবে।"
হামলার পর স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোয়েন্দা দল তল্লাশি চালাচ্ছে এবং আলামত সংগ্রহ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় প্রকাশ করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, তারা গুলি চালানো ব্যক্তিদের খুঁজছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টের সত্যতা যাচাই করছে। এই ঘটনায় অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।