ঢাকা, রবিবার, অক্টোবর ১২, ২০২৫ | ২৭ আশ্বিন ১৪৩২
Logo
logo

ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা গাজা অবরোধ ভাঙতে শুরু করলেন আমরণ অনশন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা গাজা অবরোধ ভাঙতে শুরু করলেন আমরণ অনশন

ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা আমরণ অনশনেইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা শুরু করেছেন অনির্দিষ্টকালের আমরণ অনশন। শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজা অবরোধ ভাঙতে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ফ্লোটিলার বেশ কয়েকজন কর্মী আটক হওয়ার পর থেকেই তারা এই কঠিন কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের লক্ষ্য হলো গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং দীর্ঘদিনের অবরোধ ভাঙা।

কী ঘটেছে সুমুদ ফ্লোটিলায়?

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজাগামী মানবিক সহায়তা বহনকারী সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবকটি আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। একইসঙ্গে আটক করা হয়েছে ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনের বেশি অধিকারকর্মীকে।

এই বিশাল নৌবহরের একমাত্র উদ্দেশ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ফিলিস্তিনিদের ওপর চলমান অবরোধ ভাঙা। কিন্তু ইসরায়েলি বাহিনী তা প্রতিহত করেছে।

গাজার ভয়াবহ মানবিক সংকট

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৬ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক অধিকার সংস্থা সতর্ক করে বলেছে, গাজা দ্রুতই অবাসযোগ্য অঞ্চলে পরিণত হচ্ছে। দুর্ভিক্ষ, রোগ এবং পানির সংকট ভয়াবহ আকার ধারণ করছে।

ফ্লোটিলার কর্মীরা মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে এই অবরোধ তুলে ধরার জন্য তাদের অনশন একটি শেষ উপায়। তারা প্রতিজ্ঞাবদ্ধ যে, গাজার মানুষদের প্রতি সংহতি জানাতে এ অনশন চালিয়ে যাবেন।