ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ বৃহস্পতিবার, জানার তিন সহজ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৫, ০৯:১০ পিএম

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ বৃহস্পতিবার, জানার তিন সহজ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১০টায়। দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা ফল জানতে পারবে তিনটি সহজ পদ্ধতিতে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল সকাল ১০টায় প্রকাশিত হবে।

ফল জানার উপায়:
১. ওয়েবসাইটের মাধ্যমে: শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd
 ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।
২. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে: চাইলে সংশ্লিষ্ট স্কুল, কলেজ বা কেন্দ্র থেকেও ফলাফল জানা যাবে।
৩. এসএমএস পদ্ধতি: নির্ধারিত শর্ট কোড 16222-এ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল ও বছর লিখে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।

ফলাফল প্রকাশ উপলক্ষ্যে একই দিন সকাল ১০টায় ঢাকা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

পুনঃনিরীক্ষণের আবেদন:
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। 
। শিক্ষা বোর্ড বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২,৫১,১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন। এর মধ্যে ছাত্র ৬,১৮,০১৫ এবং ছাত্রী ৬,৩৩,০৯৬। সারা দেশে ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে, ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখের বেশি শিক্ষার্থী।