ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

বিশ্বকাপের প্রস্তুতিতে বড় পরিকল্পনা: নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৫, ০৪:১০ পিএম

বিশ্বকাপের প্রস্তুতিতে বড় পরিকল্পনা: নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আফ্রিকার দুই শক্তিশালী দল সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিষয়টি নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন ।

তাদের ঘোষণায় বলা হয়, ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে সেলসাওরা। এরপর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলেতে অনুষ্ঠিত হবে তিউনিশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি।

সম্প্রতি ফিফা উইন্ডোতে এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ের পর জাপানের মাঠে গিয়ে হেরে বসেছিল তারা।

এবার দক্ষিণ আমেরিকার জায়ান্ট দলটি আফ্রিকার দুই প্রতিনিধির বিপক্ষে নামছে, যাদের বিপক্ষে লড়াইয়ের ইতিহাস বেশ আকর্ষণীয়। দুই বছর আগে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। সেবার ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে চমক দিয়েছিল সেনেগাল।

অন্যদিকে, তিউনিশিয়ার বিপক্ষে আগের দুটি লড়াইয়ে বড় জয় পেয়েছিল ব্রাজিল। তবে এবারের তিউনিশিয়া একেবারে আলাদা দল— আফ্রিকা অঞ্চলে বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে তারা। তাই এবার ম্যাচটি হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচকে ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র দলের সমন্বয় ও কৌশল যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন। আফ্রিকার দলের বিপক্ষে খেলে ডিফেন্স ও মিডফিল্ডের ভারসাম্য ঠিক রাখার পরীক্ষাও হবে বলে জানিয়েছে সিবিএফ।