ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

জেল থেকে মুক্তি পেয়েই মুসলিম বিরোধী উস্কানি হিন্দুত্ববাদী সাধুর, কঠোর সমালোচনা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

জেল থেকে মুক্তি পেয়েই মুসলিম বিরোধী উস্কানি হিন্দুত্ববাদী সাধুর, কঠোর সমালোচনা

জেল থেকে মুক্তি পেয়েই মুসলিম বিরোধী উস্কানি হিন্দুত্ববাদী সাধুর, কঠোর সমালোচনা

ভারতের হরিদ্বারে বিদ্বেষমূলক বক্তৃতা মামলায় জামিনে মুক্তিপ্রাপ্ত উগ্রহিন্দুত্ববাদী সাধু ইয়েতি নরসিংহানন্দ হিমাচল প্রদেশের উনায় একটি ‘ধর্মীয়’ সম্মেলনে তার জামিনের শর্ত লঙ্ঘন করে ফের মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দিয়েছেন। পারসটুডে

এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, ওই সভায় সংগঠকরা হিন্দুদেরকে অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য উন্মুক্ত আহ্বান জানান এবং বক্তারা মুসলিমদের হত্যার আহ্বান জানান। ওই ধর্মীয় সভার আয়োজকদের মধ্যে সত্যদেব সরস্বতী নামে একজন এনডিটিভিকে বলেন, এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান এবং এখানে প্রশাসনের অনুমতি নেওয়ার দরকার নেই। তিনি বলেন, আমরা আইনে বিশ্বাস করি না। আমরা কাউকে ভয় করি না। এখানে আমরা সত্য বলছি, কোনো বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছি না।  

ইয়েতি নরসিংহানন্দ বলেন, হিন্দুদের উচিত আরও বেশি করে সন্তান উৎপাদন করা এবং তাদের শক্তিশালী করা যাতে তারা তাদের পরিবারকে রক্ষা করতে পারে।

গত জানুয়ারিতে, হরিদ্বারে একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইয়েতি নরসিংহানন্দকে গ্রেফতার করা হয়েছিল। ওই কর্মসূচিতে মুসলিমদের গণহত্যার আহ্বান জানানো হয়েছিল। গত ১৮ ফেব্রুয়ারি নরসিংহানন্দ জামিনে মুক্তি পান।