এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ০৪:১০ পিএম

বাংলাদেশ ফুটবল দলের জন্য দারুণ এক সুখবর এসেছে ফিফার সর্বশেষ র্যাংকিং থেকে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে লাল-সবুজের দল এবার র্যাংকিংয়ে এক ধাপ উপরে উঠেছে।
প্রথম লেগে হংকংয়ের কাছে হারলেও, দ্বিতীয় লেগে তাদের মাঠে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। সেই ড্রয়ের ফলেই ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এক ধাপ উন্নতি পেয়ে এখন ১৮৩ নম্বরে।
ফিফা আজ শুক্রবার (১৭ অক্টোবর) নতুন র্যাংকিং প্রকাশ করে।
এদিকে, উন্নতি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনারও। দীর্ঘদিন এক নম্বরে থাকা দলটি আগের হালনাগাদে তিন নম্বরে নেমে গিয়েছিল। তবে এবার প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে হারিয়ে তারা এক ধাপ এগিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।
অন্যদিকে, এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। ফিফা উইন্ডোতে দক্ষিণ কোরিয়াকে হারালেও, জাপানের কাছে হারের কারণে সাত নম্বরে নেমে গেছে সেলেসাওরা।
র্যাংকিংয়ের শীর্ষে এখনও অপরাজিতভাবে রয়েছে স্পেন। তারা আর্জেন্টিনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে ফ্রান্স, আর ইংল্যান্ড ও পর্তুগাল যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থান ধরে রেখেছে।
নেদারল্যান্ডস এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে। বেলজিয়াম অপরিবর্তিতভাবে আট নম্বরে রয়েছে। এক ধাপ এগিয়ে ইতালি এখন নবম স্থানে, আর দুই ধাপ উন্নতি করে শীর্ষ দশে ফিরেছে জার্মানি।
ফুটবলপ্রেমীদের জন্য বাংলাদেশের এই র্যাংকিং উন্নতি নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা, বিশেষ করে সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোকে সামনে রেখে।