ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

চূর্ণবিচূর্ণ হলো স্বপ্ন! চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা, এশিয়া কাপ থেকে বিদায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৫, ০৪:১০ পিএম

চূর্ণবিচূর্ণ হলো স্বপ্ন! চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা, এশিয়া কাপ থেকে বিদায়

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার জন্য চাইনিজ তাইপের দরকার ছিল স্রেফ এক পয়েন্ট। অন্যদিকে টিকিট নিশ্চিত করতে বাংলাদেশের লক্ষ্য ছিল জয়। কিন্তু শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে সেই চ্যালেঞ্জ নিতে পারলেন না অর্পিতা বিশ্বাস, সুরভী রানী বা প্রীতিরা। বাছাইপর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল কোচ সাইফুল বারী টিটুর দল।

৫-০ গোলে লজ্জাজনক হার, ফিফা র‍্যাংকিংয়ের ব্যবধান স্পষ্ট
শুক্রবার রাতে জর্ডানের আকাবা স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় চাইনিজ তাইপেকে মোকাবিলা করে বাংলাদেশ।

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা দলটির কাছে শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশের কিশোরীরা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরও তিন গোল দেয় চাইনিজ তাইপে।

খেলার ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে লাল সবুজের দল। চতুর্থ মিনিটে সুরভি রানীর দারুণ ট্যাকলে একটি বিপদ কাটলেও, ওই কর্নারেই বিপদ ডেকে আনে মেয়েরা। বক্সে পেছন থেকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে মেরে বসেন ডিফেন্ডার সুরভী রানী। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে লক্ষ্যভেদ করেন উ চাই জুয়াঙ। বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও গোলকিপার মেঘলা রানী রায় তা আটকাতে পারেননি।

পিছিয়ে পড়ার পর চাইনিজ তাইপের মেয়েরা বাংলাদেশকে আরও চেপে ধরে। এই সময় বাংলাদেশকে কিছুটা ছন্দহীন দেখা যায়। ১৫ মিনিটের পর বাম প্রান্ত দিয়ে একাধিকবার আক্রমণে ওঠেন মামনি চাকমা। এই উইঙ্গারের গতি প্রতিপক্ষের রক্ষণের বারবার পরীক্ষা নেয়, যদিও তার ক্রস কিংবা পাসগুলো বেশিরভাগ সময় ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতিকে খুঁজে পায়নি।

৩৪ মিনিটে লিড দ্বিগুণ করে চাইনিজ তাইপে। প্রায় মাঝ মাঠ থেকে নেওয়া ফ্রি কিক শটে গোলমুখের সামনে জালে প্লেসিং করেন চুঙ উন চেইন। ৩৬ মিনিটে মামনি চাকমার অ্যাসিস্ট থেকে প্রীতি জালে বল ঠেললেও, অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত জোড়া গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সাইফুল বারী টিটুর দল।

দ্বিতীয়ার্ধে স্বপ্নভঙ্গ: বড় ব্যবধানে হার
৬৬ মিনিটে ওয়াং ই-আইয়ের প্লেসিং শট জালে জড়ালে বাংলাদেশের ফেরার ক্ষীণ সম্ভাবনাও ফিকে হয়ে যায়। ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলকিপার মেঘলা রানীর সামান্য ভুলে আরও এক গোল হজম করে বাংলাদেশ। পরের মিনিটেই পঞ্চমবারের মতো বাংলাদেশের জাল কাঁপায় চাইনিজ তাইপে।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে এএফসি এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্নভঙ্গ হলো টিটুর শিষ্যদের।