ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

ভারতের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন লিওনেল মেসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

ভারতের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন লিওনেল মেসি

উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়ালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। কলকাতা সফরে এসে তিনি রাজ্য মুখ্যমন্ত্রীর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেবেন। এই অর্থ সরাসরি মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দেওয়া হবে। মেসিকে ভারত আনার পিছনে রয়েছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

মেসি নিজেই এই সহায়তার তথ্য জানিয়েছেন। চলতি বছরে নিম্নচাপ ও তীব্র বৃষ্টিতে উত্তরবঙ্গের বহু এলাকা ভূমিধস ও হড়পা বানের কবলে পড়েছে। অনেক জায়গা এখনও জলের নিচে। বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে পুনরুদ্ধার করতে শুরু করেছে পাহাড়ি এলাকা। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ ত্রাণ তহবিল খুলেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই তহবিলে অর্থ দিয়ে সাহায্য করেছেন।

মেসিকে ভারত আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত ফেসবুক পোস্টে লিখেছেন, “ট্যুরের সময় উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াতে এক স্পনসর মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ১০ লাখ টাকার সাহায্য করেছে। মেসি নিজ হাতে সেই অর্থ মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।”

উল্লেখ্য, মেসি কলকাতার বাইরে দিল্লি এবং মুম্বই সফর করবেন। সফরের সময় একাধিক ইভেন্ট এবং প্রদর্শনী ম্যাচ রয়েছে। যুবভারতীতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন প্রাক্তন ফুটবলার ও বিভিন্ন বলিউড সুপারস্টাররা।

মেসির সঙ্গে থাকবেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু রডরিগো ডি’পল এবং লুই সুয়ারেজ। এছাড়াও আরও কয়েকজন আন্তর্জাতিক ফুটবল তারকাকে সঙ্গে আনার পরিকল্পনা করছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত।