এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু সেই ওভারেই হঠাৎ ভয়াবহ ধস—মাত্র ৪ বলে ৪ উইকেট হারিয়ে হেরে গেল বাংলাদেশ। ফলে ৭ রানে হেরে নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিল নিগার সুলতানা জ্যোতির দল।
শেষ ওভারের দুঃস্বপ্ন
মুম্বাইয়ে সোমবার অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ৮ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে অলআউট করে ২০২ রানে থামায় তারা।
কিন্তু রান তাড়ায় ভালো শুরু করেও ১৯৫ রানে ৯ উইকেটে ইনিংস শেষ হয় বাংলাদেশের।
শেষ ২ ওভারে দলের প্রয়োজন ছিল মাত্র ১২ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু তখনই ম্যাচের মোড় ঘুরে যায়—ওই ওভারে রিতু মনির উইকেট হারায় বাংলাদেশ, আর চাপ বেড়ে যায়।
আতাপাত্তুর ওভারে ছিন্ন স্বপ্ন
শেষ ওভারে জয়ের জন্য লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু নিজেই বল হাতে নেন।
প্রথম বলেই রাবেয়া খান এলবিডাব্লিউ!
পরের বলে জ্যোতিকে স্ট্রাইক দিতে গিয়ে নাহিদা আক্তার রান আউট।
তৃতীয় বলে আক্রমণে যেতে গিয়ে লং অফে ক্যাচ দেন অধিনায়ক জ্যোতি।
চতুর্থ বলেই মারুফা আক্তার এলবিডাব্লিউ, আর বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে যায়।
ওভারের পঞ্চম বলে আসে একমাত্র রান—কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
সাহসী লড়াই, তবুও বিদায়
পুরো ম্যাচজুড়েই বাংলাদেশ লড়েছে সাহসিকতার সঙ্গে। বোলিং ও ফিল্ডিংয়ে ছিল শৃঙ্খলা, কিন্তু শেষ মুহূর্তের নার্ভের লড়াইয়ে পিছিয়ে গেল তারা।
তবুও নিগার সুলতানার দল বিশ্বকাপে তাদের লড়াকু মানসিকতা দিয়ে প্রশংসা কুড়িয়েছে সবার কাছ থেকে।