ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির গোল উৎসব! লেভারকুসেনের জালে ৭ গোলের ধামাকা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির গোল উৎসব! লেভারকুসেনের জালে ৭ গোলের ধামাকা!

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক জয়ে ঝড় তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষের উপর দাপট দেখিয়ে বড় ব্যবধানে জিতেছে তারা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের মাঠে খেলতে নেমে ফরাসিরা গোলের বন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষকে।

ম্যাচের রোমাঞ্চকর মুহূর্ত

ম্যাচের মাত্র ৭ মিনিটে উইলিয়ান পাছোর গোলে এগিয়ে যায় পিএসজি। তবে ৩৩ মিনিটে লেভারকুসেনের রবের্ত আন্দগিশ এবং ৩৭ মিনিটে পিএসজির ইল্লা জাবারানি লাল কার্ড দেখে দুই দলই দশ জনের দলে পরিণত হয়।
পেনাল্টি থেকে গোল করে লেভারকুসেন সমতায় ফিরলেও, প্রথমার্ধে পিএসজি আরও তিন গোল করে ৪-০ তে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে গোলের ঝড়

দ্বিতীয়ার্ধে পিএসজি আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে। নুনো মেন্ডিস, ডেম্বেলে এবং ভিতিনহার গোল করে প্রতিপক্ষের জালে ৭ বার বল জড়ান। লেভারকুসেন দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও, ঘরের মাঠে ফরাসি জায়ান্টদের কাছে গোলের বন্যায় ভেসে যায়। এই বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি।পিএসজির গোল উৎসব